কিছু দিন আগে বাগি থ্রি ট্রেলার আসছে, প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এই বাগি থ্রি ট্রেলার কে ডিজাইন করছে,,, সম্পুর্ন ছবির কাহিনি এই এক ট্রেইলারে।। ট্রেইলার দেখে তো একটা কথা তো ক্লিয়ার যে ছবি তে কি পরিমান action। action এর সাথে যদি emotions থাকে তো বোঝতে পারতেছেন ছবি যে কি পরিমাণ হিট হবে।। ছবিতে দুই ভাইয়ের আবেগ এবং ডাইলগ আপনাকে অন্য মাত্রায় আনন্দ দিবে ।। এই ছবির ডাইলগ হয়তো আপনাদের মন ছুয়ে যাবে। যেমন কি ট্রেইলারের প্রথমে একটা ডাইলগ " ভালবেসে মানুষ বাদা অতিক্রম করে আর আমি সব বাদা অতিক্রম করে পেলছি" খুব সহজ একটা ডাইলগ কিন্তু দেখেন মনের মধ্যে গিয়া লাগে। আবার দেখবেন ট্রেইলারের শেষের দিকে যখন রিতেস সিরিয়ায় বিপদে পড়ে তখন টাইগার শোপ বলে যে " আমার ভাই এর কিছু হলে তোদের দেশের মানচিত্র সহ শেষ করে দিবো"।। এই রকম আরও অনেক ডাইলগ আর আবেগি দৃশ্য এর জন্য এই ছবিটা হিট হবে।। আহমেদ খান যে এই ছবির পরিচালক নতুন অনেক কিছু যুক্ত করেছে । ভালো গ্রাফিক্স দেখতে পারবেন এই ছবিতে, action এর কথা আর কি বলবো তা ট্রেলারে এ বোঝা যাচ্ছে,, action +ভালো ডাইলগ+ romantic দৃশ্য দেখবেন এই ছবিতে, স্রোদ্দা কাপুর যে গালি গুলি দিবে তা ও মনে হবে romantic......
তো সব শেষে দেখার মত একটা ছবি। অপেক্ষা করুন রিলিজ হওয়ার জন্য।
Release date Baaghi 3
6 March 2020
তো সব শেষে দেখার মত একটা ছবি। অপেক্ষা করুন রিলিজ হওয়ার জন্য।
Release date Baaghi 3
6 March 2020
0 Comments
Please do not enter any spam any link in the comment