Ismart shankar movie review cast and download

Ismart shankar trailer review


যারা তামিল ছবি পাছন্দ করেন এবং রাম এর ভক্ত ছবিটি তাদের জন্য ,এই ছবিতে মেইন রোল করবেন রাম ,ছবিতে দেখা যাবে সংকর নামে। এখানে রামের smartness থাকবে অন্য সব ছবি থেকে একটু আলাদা।।।অনেক অনেক smart দেখা যাবে এই ছবিতে, এই ছবির প্রথমে দেখবেন সংকর একজন contact killer , যে ছবির প্রথমে শুধু পুলিশ কাছ থেকে পালাতে থাকে। সংকর এর এক জন uncle থাকে যার কথা সে সবসময় মানে, uncle যাকে মারতে বলে থাকে মেরে পেলে। এই রকম ভাবে এক জন কে মেরে পেলে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে সফল হয়। এখন কাকে মেরে পেলে এবং যে সংকর কে পুলিশ এত দিন ধরে গ্রেপ্তার করতে পারেনি এখন থাকে এত সহজে ধরে পেলে। তা দেখবেন ছবিতে। ট্রেলারের এক পর্যায় দেখা যায় তার বন্ধু তাকে বলে যে সংকর এর মাথায় মেমুরি কার্ড লাগিয়ে দিয়েছে। মাথার মধ্যে মেমুরি কার্ড লাগানো তা একটূ অবাক করা লাগলেও এটা একটা science fiction এখন কার মেমুরি কার্ড লাগিয়েছে কেন লাগিয়েছে তা তো দেখবেন ছবিতে। ট্রেইলারের এক পর্যায় দেখা যায় যে তার মাথা ব্যাথা শুরু হয় এবং কিছুখন পর নিল রং দেখা যায় এবং অন্য এক জন অভিনেতা কে দেখানো হয়, এটা ঐ অভিনেতা যার মেমুরি কার্ড সংকর এর মাথায় লাগানো হয়েছে। এখন ঐ অভিনেতা ভালো ছিলো না কি খারাপ ছিলো তা তো ছবিতে দেখা যাবে।।।

Ismart shankar trailer






Ismart shankar cast


Directed by:Puri Jagannadh


Produced by:Puri Jagannadh


                     Charmme Kaur


Starring: Ram Pothineni
                Nabha Natesh
                Nidhhi Agerwal
                Satyadev Kancharana
                Puneet Issar


Release date : 18 July 2019(india)





Ismart shankar download



Post a Comment

0 Comments